শ্রিংলা ঢাকায় পৌঁছানোর পরে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন জানিয়েছে, পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার ঢাকা সফরে দুদেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং সেগুলো এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।
সরকারের ঊর্ধতন এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিবেন।
বৈঠকে তারা কোভিড-১৯ বিষয়ে সহযোগিতা ছাড়াও দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন।
কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে, শ্রিংলা ঢাকা থেকে বা কলকাতা হয়ে ইয়াঙ্গুন যাবেন বলে আশা করা যাচ্ছে।
আকস্মিক এই সফর সম্পর্কে জানতে চাইলে জ্যেষ্ঠ এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, ইতিবাচক কিছু একটা হতে যাচ্ছে তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ভারতের পররাষ্ট্রসচিব আকস্মিক এ সফরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সাথে সাক্ষাৎ করবেন।
বাংলাদেশের পররাষ্ট্রসচিব জানান, দুদেশের করোনা পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করবেন।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন শেষে চলতি বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করেন। পররাষ্ট্রসচিব হিসাবে দায়িত্ব নেয়ার পরে শ্রিংলা গত মার্চ মাসে ঢাকা সফর করেছিলেন।
বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির কারণে গত কয়েকমাস ধরে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সফরের ফাটল তৈরি হয়েছে।
তবে, কার্যত দুটি দেশই ভার্চুয়ালি সংযুক্ত ছিল এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।