যমুনা নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় আগাম পদক্ষেপ নিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
শুক্রবার ডব্লিউএফপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর আসন্ন বন্যার প্রভাব প্রশমিত করতেই এই পদক্ষেপ।
এটি এখন পর্যন্ত ডব্লিউএফপির সবচেয়ে বড় আগাম পদক্ষেপ।
আরও পড়ুন: স্কুল ফিডিং কর্মসূচি সম্প্রসারণে ডব্লিউএফপি'র সঙ্গে বাংলাদেশের চুক্তি
নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পানির স্তর আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি)।
যমুনা অববাহিকায় বন্যা পরিস্থিতি বিবেচনায় ডব্লিউএফপি ও এর অংশীদাররা, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা), ইউরোপীয় কমিশনের মানবিক সহায়তা বিভাগ (ইসিএইচও), সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) এবং জার্মানি ও আয়ারল্যান্ড সমর্থিত অ্যান্টিসিপেটরি অ্যাকশন (এএ) -ট্রাস্ট ফান্ড, বাংলাদেশের মহিলা ও শিশু মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিক্রিয়া মন্ত্রণালয়সহ একাধিক দাতা মিলে প্রাক-অর্থায়নে সর্বকালের বৃহত্তম মানবিক সহায়তা দিয়েছে।
এই সহায়তায় যা যা অন্তর্ভুক্ত-
• আগাম সহায়তা: বন্যা পরিস্থিতি চরম আকার ধারণের চার দিন আগে ৮১ হাজারেরও বেশি পরিবারকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়।
• আগাম অ্যান্টিসিপেটরি শক রেসপন্সিভ সোশ্যাল প্রটেকশন: বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার আগে বন্যাকবলিত অঞ্চলে বসবাসরত ৮ হাজার ১০০ জনেরও বেশি সরকারি সামাজিক সুরক্ষা সহায়তা গ্রহীতা দুটি জাতীয় সামাজিক সুরক্ষা ব্যবস্থার (এমসিবিপি ও ইজিপিপি) অধীনে সহায়তা পেয়েছিলেন। এটি জাতীয় সামাজিক সুরক্ষা বিনিয়োগ থেকে পাওয়া অর্থনৈতিক ও পুষ্টিকর অর্জনকে রক্ষা করে। এছাড়া আগামী সপ্তাহে সামাজিক সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১ হাজার পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হবে।
এছাড়াও ২০ হাজারেরও বেশি পরিবার বন্যা বিমার আওতাভুক্ত।
বাংলাদেশে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডোম স্ক্যালপেল্লি বলেন, ‘আমরা আমাদের দাতাদের সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ, যাদের কারণে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে এই আসন্ন বিপর্যয়ের মুখে দ্রুত এবং কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে। অরক্ষিত অবস্থানে থাকা পরিবারগুলো যেন এই দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা পায় সেজন্য আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে।’
প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে ডব্লিউএফপির অন্যতম পদক্ষেপ হলো আগাম প্রস্তুতি। বন্যার পানি বিপজ্জনক অবস্থায় যাওয়ার আগেই জীবন ও জীবিকা রক্ষা, সম্পত্তির ক্ষতি রোধ এবং দীর্ঘমেয়াদি মানবিক সহায়তার প্রয়োজনীয়তা কমানো ডব্লিউএফপির লক্ষ্য।
কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, গাইবান্ধা, বগুড়া ও জামালপুরসহ যমুনা নদীর তীরবর্তী বেশ কয়েকটি জেলাকে কেন্দ্র করে কাজ করছে ডব্লিউএফপি। এই অঞ্চলগুলো এরই মধ্যে বন্যা পরিস্থিতিতে আছে। প্রায় ৫ মিলিয়নের বেশি মানুষ বন্যাদুর্গত অবস্থায় আছে। ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় অবস্থান করতে হচ্ছে। এছাড়াও খাবার ও নিরাপদ পানির অভাবে ভুগছে তারা।
ডোম স্ক্যালপেল্লি বিবৃতিতে আরও বলেন, বন্যাদুর্গতদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য নয় বরং তারা যেন ভবিষ্যতেও বন্যার বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে পারে এবং পূর্বপ্রস্তুতিকে গুরুত্ব দেয় সেজন্য আমাদের এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। স্থানীয় অংশীদার ও কর্তৃপক্ষের সঙ্গে মিলে এই প্রচেষ্টাগুলো টেকসই ও কার্যকর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
বিস্তৃত ও সফল কর্মসূচির জন্য প্রত্যাশিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘের অন্যান্য সংস্থা ও স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ডব্লিউএফপি। আসন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ বজায় রেখে সে অনুযায়ী নিজ কার্যক্রম চালিয়ে নেবে সংস্থাটি।
এই কার্যক্রম চালাতে গিয়ে ডব্লিউএফপি ১৩.২ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল ঘাটতিতে পড়েছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় দাতা সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: শনিবার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ডব্লিউএফপি’র রেশন আংশিক বাড়ছে