ঢাকা, ০৬ অক্টোবর (ইউএনবি)- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে যুবলীগের ঢাকা দক্ষিণ ইউনিটের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগে’ ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা থেকে এই দুজনকে আটক করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রতিনিধি জানান, সম্রাট আলকারা ইউনিয়নের কুঞ্জ শ্রীপুর গ্রামে পরিবহন ব্যবসায়ী মনির হোসেনের বাড়িতে আত্মগোপনে ছিলেন।
গত ২৪ সেপ্টেম্বর সরকার সম্রাটের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি বলেন, পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ পেলে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হবে।
প্রসঙ্গত, সরকারের চলমান অভিযান শুরু হওয়ার পর থেকে ক্যাসিনো ব্যবসা, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানা অভিযোগের কারণে যুবলীগ নেতা সম্রাটের নাম আলোচনায় আসে।