নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ নিয়ে কোনো সন্দেহ পোষণের অবকাশ নেই।
শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবান শহরের মেঘলা পর্যটন কমপ্লেক্সে জেলা মডেল মসজিদ নির্মাণের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘যে দল যাই বলুক না কেন, জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে কোনো সন্দেহ পোষণের অবকাশ নেই।’
মডেল মসজিদ নির্মাণের বিষয়ে এ সময় তিনি বলেন, ‘প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে ৪৩ শতক জায়গার ওপর চার তলাবিশিষ্ট জেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতি কেন্দ্রটি নির্মিত হবে। এটি হবে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ইসলামি স্থাপনা। এই মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রটি হবে পাহাড়ে অসাম্প্রদায়িক চেতনার একটি নিদর্শন।’
তিনি আরও জানান, এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে হেফজখানা, লাইব্রেরিসহ ইসলামি সাংস্কৃতিক চর্চার বিভিন্ন সুযোগ থাকবে।
জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুর সালাম খান, মডেল মসজিদ প্রকল্পের পরিচালক শহিদুল আলম, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বক্তব্য রাখেন।
আরও পড়ুন: ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় অভিষিক্ত করে: ধর্ম উপদেষ্টা