রংপুর সিটি করপোরেশন নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম এই তফসিল ঘোষণা করেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়।
ইসি সচিব বলেন, প্রার্থীরা ২৯ নভেম্বর পর্যন্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। রিটার্নিং অফিসার ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন। ৮ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে রংপুর সিটির নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও সিসিটিভি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
এর আগে ২০১৭ সালের ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৯ ফেব্রুয়ারি। নিয়মানুযায়ী প্রথম বৈঠকের পাঁচ বছর পর মেয়াদ শেষ হবে।
বৈঠকে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং শূন্য পদে উপ-নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
আগামী ২৯ ডিসেম্বর পাঁচটি পৌরসভা ও কয়েকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে।
পাঁচটি পৌরসভা হলো- বাঘা, রাজশাহী, বিরল, দিনাজপুর, বোদা, পঞ্চগড়, আলফাডাঙ্গা, ফরিদপুর এবং বনপাড়া ও নাটোর।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও সিসিটিভি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের লেকে ডুবে ২ কিশোরের মৃত্যু