রংপুর নগরীর সারেয়ারতলে মাহিগঞ্জ-পীরগাছা সড়কে একটি ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে পাঁচজন নিহত ও দুইজন আহত হয় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন হলেন- পীরগঞ্জ উপজেলার অটোরিকশার চালক রাজা মিয়া (৪৬), জান্নাত মাওয়া (৪), গীতা রানী (৭) ও শাহজাহান মিয়া (৫৫)। বাকি একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তাজাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হয়।
তিনি বলেন, পরে আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: জুনে সড়ক দুর্ঘটনায় ৫২৪ জনের মৃত্যু
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা
বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর শত শত প্রাণহানি ঘটছে।
চলতি বছরের প্রথম পাঁচ মাসে এক হাজার ৭৯২টি সড়ক দুর্ঘটনায় ২৪২ জন নারী ও ৩১২ শিশুসহ কমপক্ষে এক হাজার ৮৯০ জন নিহত এবং তিন হাজার ৫৪৩ জন আহত হয়েছেন।
বেসরকারি সংস্থা নৌ পরিবহন, সড়ক ও রেলওয়ে রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর) রবিবার তাদের নিয়মিত মাসিক জরিপ ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।
এদিকে, গত জুন মাসে সারাদেশে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ৭৩ শিশুসহ ৫২৪ জন নিহত ও ৮২১ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩