রংপুরের পীরগঞ্জে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী আছমা বেগমকে। শুক্রবার (১ আগস্ট) বিকালে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে বাড়ির বসতঘরের ভেতরে এই হত্যাকাণ্ড ঘটে। তার ফোনে কোনো সাড়া না পেয়ে স্বামী মালয়েশিয়া থেকে পাশের বাড়ির একজনকে ফোন করে খোঁজ নিতে বলেন।
রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে গেটের তালা ভেঙে ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় আছমার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর তাৎক্ষণিকভাবে পীরগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে নিজ ঘরে হত্যা করে পালিয়ে যায়।
নিহত আছমা বেগম(৪২) উপজেলার ভবানীপুর গ্রামের সাজু মিয়ার স্ত্রী। তার পিতা আলেফ উদ্দিন এবং মাতা আয়েশা বেগম।
পড়ুন: চুয়াডাঙ্গায় দিনেদুপুরে বাড়িতে ঢুকে গলাকেটে হত্যা
পরিবার সূত্রে জানা যায়, আছমা বেগম দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করছিলেন। তার একমাত্র কন্যা বিবাহিত ও স্বামী বিদেশে অবস্থান করছেন।
খবর পেয়ে শুক্রবার সকালে পীরগঞ্জ থানা ও ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আমরা তদন্ত শুরু করেছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।