পবিত্র রমজান উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ নগরীতে বসবাসকারী অসহায় হতদরিদ্র ছিন্নমূল এক লাখ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
এ উদ্যোগের প্রথম পর্যায়ে ২৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। এর অংশ হিসেবে রবিবার নগর ভবনে ৩০ ট্রাক খাদ্যসামগ্রী এসে পৌঁছে।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক অঞ্চল ১, অঞ্চল ৩ এবং অঞ্চল ৪ এর মোট ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর/ প্রতিনিধিদের কাছে এ খাদ্যসামগ্রী তুলে দেন।
প্রতিটি ওয়ার্ডের জন্য ৩৩৩ প্যাকেট হিসাবে ৭৫ টি ওয়ার্ডেই এ খাদ্যসামগ্রী প্রদান করা হবে। এ সপ্তাহের মধ্যেই বাকী ৪০টি ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।
প্রদত্ত খাদ্যসামগ্রীর প্যাকেটের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১টি সাবান, ৪০০ গ্রাম গুড়াদুধ, ২ কেজি ছোলা ও ২ কেজি মুড়ি রয়েছে। প্রথম পর্যায়ে এ খাদ্যসামগ্রী ক্রয় বাবদ প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় হবে।