রবিবার সকালে পার্কটি খুলে দেয়া হয়েছে বলে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর-উস সাদিক।
এ সময় রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ উপস্থিত ছিলেন।
পরে ইউনুছ আলী আকন্দ জানান, রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানিয়েছে রবিবার থেকে রমনা পার্ক খুলে দেয়া হয়েছে। আপাতত সকাল ৬টা থেকে সকাল ১০টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রমনা পার্ক খোলা থাকবে। আদালত এ বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছে।
করোনার সংক্রমণ মোকাবিলায় গত ২৬ মার্চ দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেদিন থেকেই পার্কটি বন্ধ হয়ে যায়। গত ৩১ মে সাধারণ ছুটি তুলে নেয়া হলেও পার্কটি বন্ধ থাকে। জনসাধারনের হাঁটার জন্য রমনা পার্ক খুলে দেয়ার নির্দেশনা চেয়ে গত ৮ সেপ্টেম্বর হাইকোর্টে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রিটকারী আইনজীবী জানান, ১৬১০ সালে পার্কটি সৃষ্টির পর থেকে কখনও বন্ধ হয়নি। রমনা পার্ক সবসময় জনসাধারনের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু করোনাভাইরাসকে কেন্দ্র করে রমনা পার্ক বন্ধ রাখা হয়। বর্তমানে করোনা সংক্রমণ কমে যাওয়ায় অফিস আদালতসহ সব কিছু খুলে দেয়া হয়েছে। কিন্তু রমনা পার্ক এখনও বন্ধ রাখা হয়েছে। এতে জনগণের চলাফেরার অধিকার লঙ্ঘিত হচ্ছে। জনগণের চলাফেরার স্বাধীনতার কথা সংবিধানের ৩৬ অনুচ্ছেদে বলা হয়েছে।