রাঙামাটির নানিয়ারচর উপজেলার খারিকক্ষ্যং এলাকা থেকে শুক্রবার ভোরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আটক প্রশান্ত তঞ্চঙ্গ্যা (৫২) ইউপিডিএফের সক্রিয় সদস্য।
নানিয়ারচর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুবাইয়াত হুসাইন পিএসসি জানান, শুক্রবার ভোররাতে খারিকক্ষ্যং এলাকার গুইছড়িতে অভিযান চালিয়ে প্রশান্তকে আটক করা হয়।
এসময় তার কাছে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ওয়াকি-টকি, চারটি নোটবুক ও চাঁদাবাজি রশিদের একটি কপি জব্দ করা হয়।
প্রশান্ত চাঁদাবাজি ও খুনের সঙ্গে জড়িত বলে জানান ওই কর্মকর্তা।
পরে তাকে রাঙামাটি থানায় হস্তান্তর করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, আটক প্রশান্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।