ঢাকার দুই সিটি করপোরেশনে ১ ফেব্রুয়ারি হতে যাওয়া নির্বাচনে কোনো ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্র নেই বলে বৃহস্পতিবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বাহিনী এখন যেকোনো পরিস্থিতি সামাল দিতে পারে।
‘সাধারণত বাংলাদেশে যেকোনো নির্বাচন উৎসবের মতো। মানুষ নির্বাচনে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন,’ যোগ করেন আসাদুজ্জামান।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।