ঢাকা, ১৯ জানুয়ারি (ইউএনবি)- ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শুক্রবার রাজধানীতে পৃথকভাবে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ১২৭টি মামলা দায়ের এবং ২০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
অভিযানকালে ১৫টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
ট্রাফিক বিভাগ সূত্র জানায়, দায়ের করা মামলাগুলোর মধ্যে ভুল পথ ব্যবহার করার জন্য ৮৪৮টি, হাইড্রোলিক হর্নের জন্য ৮২টি, বিকন লাইট ব্যবহারের জন্য দুটি, স্টিকার লাগানোর জন্য একটি ও কালো রঙের গ্লাসের কারণে চারটি মামলা দায়ের করা হয়।
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১ হাজার ৭৬২টি মোটরসাইকেলের বিরুদ্ধেও মামলা দেয়া হয়েছে।
অভিযানকালে ৭৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানান ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান।
তিনি আরও বলেন, ‘নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান চালানো হয়েছে।’