রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে এক দন্ত চিকিৎসককে হত্যার ঘটনায় সন্দেহভাজন চার ছিনতাইকারীকে আটক করা হয়েছে। বুধবার রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-রায়হান সোহেল ওরফে আপন (২৭), রাসেল হোসেন হাওলাদার (২৫), আরিয়ান খান হৃদয় (২৩) ও সোলায়মান (২৩)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে পেশাদার ছিনতাইকারী চক্র ছুরিকাঘাতে হত্যা করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী বলে স্বীকার করেছেন।
পুলিশ জানায়, আটক চারজনসহ পাঁচজন বেগম রোকেয়া সরণি রোডে একটি অটোরিকশায় করে আসা দন্ত চিকিৎসক থেকে ছিনতায়ের জন্য জড়ো হয়েছিল।
আরও পড়ুন: রাজধানীতে ‘ছুরিকাঘাতে’ দন্ত চিকিৎসক নিহত
রবিবার বুলবুলকে বহনকারী অটোরিকশাটি কাজীপাড়ার বেগম রোকেয়া সরণি রোডের নাভানা শোরুমের সামনে পৌঁছালে পাঁচজন ছিনতাইকারী তার রিকশাটি আটকে তার মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা করে।
তিনি ছিনতাইয়ে বাধা দিলে একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।
পরে তাকে প্রথমে আল-হেলাল হাসপাতাল ও পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ তার কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
আরও পড়ুন: দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় মেহেরপুরে রোগী মৃত্যুর অভিযোগ
নিহত আহমেদ মাহী বুলবুলের মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার রয়েছে। তিনি এলাকায় ‘গরিবের ডাক্তার’ নামেও পরিচিত।
এ কে এম হাফিজ আক্তার জানান, এই চক্রের অপর সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে।