যদিও করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রোধে সরকার ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘরে থাকার নির্দেশ দেয়ার পর থেকে রাজধানীর প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে জনগণের চলাচলকে সীমাবদ্ধ করে চলেছে ডিএমপি।
আসন্ন ঈদুল ফিতরে জনগণের চলাচল আরও বাড়তে পারে এই আশঙ্কায় এ পর্যবেক্ষণ ব্যবস্থা রবিবার সকাল থেকে আরও জোরদার করেছে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়) মাসুদুর রহমান।
তিনি বলেন, কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাইরে যেতে না পারেন, সেজন্য চেকপোস্ট ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
তবে, জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহন এ নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি।
এমতাবস্থায় যথোপযুক্ত কারণ ব্যতীত কোনো ব্যক্তি যানবাহন চালালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।