ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বর্তমানে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ স্থিতিশীল এবং অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কারণ ডিএমপি একটি টিম হিসেবে কাজ করছে। 'টিম ডিএমপি' ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
সোমবার ডিএমপি সদর দপ্তরে ২০২৩ সালের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় দেওয়া বক্তব্যে ডিএমপি কমিশনার এ মন্তব্য করেন।
ডিএমপি প্রধান আরও বলেন, দেশের প্রচলিত আইন মেনে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
আরও পড়ুন: ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপির শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন, চুরি ও ডাকাতির মামলার তদন্তের পাশাপাশি চোরাই গাড়ি ও মাদক উদ্ধারের ক্ষেত্রে কর্মকর্তাদের আরও গুরুত্ব দিতে বলেন।
জনসম্পৃক্ততার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সচেষ্ট হতেও বলেন তিনি।
বিট পুলিশিংয়ের কার্যক্রম সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, বিট পুলিশিং কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হলে জনগণ ও পুলিশের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠবে।
পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমবে এবং এ জন্য জনগণ তাদের সমস্যার কথা পুলিশকে জানাতে পারবে। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণও অনেক সহজ হবে বলেও জানান তিনি।
বৈঠকে ডিএমপি কমিশনার ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।
আরও পড়ুন: সংসদ অধিবেশন উপলক্ষে আশপাশে জমায়েত ও অস্ত্র বহন নিষিদ্ধ করেছে ডিএমপি