রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
দোকানের মালিক মো. রিপন জানান, তার দোকানে বিভিন্ন ধরনের মালামাল ছিল। খাদ্যদ্রব্যসহ মেকানিক্স জিনিসপত্রও বিক্রি করতেন তিনি। ভ্যারাইটি স্টোরে পাশের একটি দোকান থেকে বিদ্যুৎ সংযোগ নেন।
তিনি বলেন, ভোর ৫টার দিকে একবার আগুন লাগে। এ সময় ফায়ার সার্ভিসে সদস্যরা এসে আগুন নিভিয়ে যায়। সেই সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। পরে ওই দোকানের (বিদ্যুৎ সংযোগ দেয়া দোকান) মালিককে বিদ্যুৎ না দেয়ার কথা বলা হয়। তবুও তিনি বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ দিলে আগুন লেগে দোকানের সব মালামাল পুড়ে যায়। তার ধারণা দোকানে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) একেএম লতিফুর বারী জানান, প্রাথমিকভাবে তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যলয় ও সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।