বিশ্বজুড়ে চলমান করোনা মহামারির কারণে আটকেপড়া ১৭৫ জন বাংলাদেশি যাত্রী নিয়ে সিংগাপুর এয়ারলাইন্সের বাণিজ্যিক বিমান রাত ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।
এরআগে, সোমবার দুপুরে আটকেপড়া বাংলাদেশিদের নিয়ে অস্ট্রেলিয়ার সিডনী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দ্বিতীয় বিশেষ এ ফ্লাইটটি।
এর আগে শ্রীলংকান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ১৫৭ জন আটকে পড়া বাংলাদেশি যাত্রী মেলবোর্ন থেকে ঢাকায় ফেরত আসে।
করোনায় অস্ট্রেলিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ হাইকমিশন এ দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।
বাংলাদেশ হাইকমিশনের ‘নিডস এসেসমেন্ট’ এর রেজিস্ট্রেশন অনুযায়ী এ দুটি ফ্লাইটে অস্ট্রেলিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের বেশির ভাগ দেশে ফেরত আসলেন।
শিগগিরই বেশ কিছু গন্তব্যের সাথে বাংলাদেশের বাণিজ্যিক বিমান চালু হতে যাচ্ছে বিধায় অষ্ট্রেলিয়া থেকে আর কোনো বিশেষ ফ্লাইট আয়োজনের প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছে।