রাজশাহীতে এনআর ছাত্রবাস নামের একটি হোস্টেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে স্থানীয় দুর্বৃত্তরা। বুধবার রাতে জেলার আমজাদার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ২০১৯-২০ সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফাত নাঈম নাফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপাচার্যের বাসভবনের সামনে এই হামলার প্রতিবাদে মানববন্ধন করেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।বেলা সোয়া ১১টায় উপাচার্যের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন।
আরও পড়ুন: ট্রাকচাপায় রাবি ছাত্রের মৃত্যু: প্রক্টরকে অব্যাহতি
তবে আগামী রবিবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আবার কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
একই বিভাগের ছাত্র ও ঘটনার প্রত্যক্ষদর্শী ইব্রাহিম হোসেন জানান, রাবি ছাত্র শরীফ ও ছাত্রাবাসে থাকা কয়েকজন ভর্তিপ্রার্থীর মধ্যে সমস্যা সমাধানের জন্য গতরাতে তারা এনআর হোস্টেলে গিয়েছিলেন। একপর্যায়ে কয়েকজন ছাত্র হোস্টেলের গেটে এসে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এসময় নাফিকে ছুরিকাঘাত করা হয়েছে।
রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, তিনি শুনেছেন যে নামাজ না পড়ায় নাফির বন্ধু শরিফের সঙ্গে ঝগড়া করে মেসে থাকা কয়েকজন জুনিয়র শিক্ষার্থী। বিষয়টি মীমাংসা করতে নাফিসহ কয়েকজন সেখানে যান। রাতে হোস্টেলে একটি মিটিংও হয়েছিল, তখন মেস মালিকও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলে, নিয়োগ জুলাইতে
নাফিকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার সকালে নাফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান প্রক্টর।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তুহিন বলেন, তদন্ত চলছে। যত দ্রুত সম্ভব আমরা হামলাকারীদের গ্রেপ্তার করব।