রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বারের মতো ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বসার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে ভর্তি পরীক্ষা উপ-কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক এম তারেক নুর।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোভিড-১৯ মহামারির কথা বিবেচনায় নিয়ে দ্বিতীয়বারের মতো ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষায় বসতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ৩
তবে আগামী বছর থেকে এমন কোনো সুযোগ থাকবে না বলেও জানান অধ্যাপক তারেক নুর।
ভর্তি পরীক্ষা উপ-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির জন্য অনলাইন প্রাথমিক আবেদন প্রক্রিয়া ২৫ মে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলবে। এছাড়া ২৪ থেকে ২৭ জুলাই তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১৮ সালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য শুধু একবার পরীক্ষা সুযোগ দিয়েছিল রাবি।