ঢাকা, ৩০ সেপ্টেম্বর (ইউএনবি)- বাংলাদেশ নৌবাহিনীর কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে মঙ্গলবার খুলনা যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে বলেন, ‘রাষ্ট্রপতি খালিশপুরে বানৌজা ঘাঁটি তিতুমীরে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেয়ার জন্য দুই দিনের খুলনা সফরে আগামীকাল (মঙ্গলবার) ঢাকা ত্যাগ করবেন।’
রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার বিকালে রাজধানী ছেড়ে যাবে বলে জানান তিনি।
আবদুল হামিদ বুধবার ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা তিতুমীর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর প্রতিষ্ঠিত হয় এবং এটি খুলনায় অবস্থিত। এটি মূলত সরবরাহ শাখার কর্মকর্তা ও নাবিকদের কর্মজীবনের বিভিন্ন পর্যায়ের পেশাগত প্রশিক্ষণ দিয়ে থাকে।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি হামিদ বুধবার সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।