প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করার পর যথাযথভাবে তা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য রাশিয়ার সহযোগিতা অত্যাবশকীয়। কারণ এটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং এমন কেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কোনো অভিজ্ঞতা বাংলাদেশের নেই।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২০১১ সালের ২ নভেম্বর রাশিয়া ও বাংলাদেশের মধ্যে যে চুক্তি স্বাক্ষর করা হয় তাতে সংশোধন আনতে এ প্রোটোকল সই করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, দুদেশের সরকারের মধ্যকার বিদ্যমান চুক্তি অনুযায়ী রাশিয়ার সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সম্পন্ন করার পর তা পরিচালনা করবে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটি এখন বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য জনবল নিয়োগ করছে এবং চুক্তি অনুযায়ী রাশিয়া তাদের প্রশিক্ষণ দিচ্ছে।
এছাড়া, নৌপথে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বাড়াতে দুদেশের মধ্যকার এ সংক্রান্ত প্রোটোকলের দ্বিতীয় সংযোজনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। সেই সাথে জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের গঠন ও কার্যক্রম আরও সুনির্দিষ্ট করতে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল, ২০২০ নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে।