বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান বলেছেন, তার দেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে। রোহিঙ্গা মুসলমানদের ওপর নিপীড়নের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার প্রতিও সমর্থন অব্যাহত রাখবে সৌদি আরব।
সোমবার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় রাষ্ট্রদূত এসব কথা বলেন।
তিনি বলেন, সৌদি আরব শুরু থেকেই রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করে আসছে। বিভিন্ন ফোরামে এই বিষয়টিকে উত্থাপন করার সময় তাদের কণ্ঠ আরও জোরালো করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনেও এ ক্ষেত্রে দুই সরকারের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বাংলাদেশের সুশীল সমাজের নেতাদের সঙ্গে নুল্যান্ডের সাক্ষাৎ
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন টেকসই প্রত্যাবাসন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সৌদি পক্ষের কাছে সহযোগিতা চেয়েছিলেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী তাকে রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কখনই কোনো বিদেশিকে বাংলাদেশি পাসপোর্ট দেয়ার কথা ভাবে না।
আরও পড়ুন: ওআইসির সিএফএম অধিবেশনে যোগ দিতে পাকিস্তান যাবেন না পররাষ্ট্রমন্ত্রী
তিনি অবশ্য বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কেএসএতে থাকা কয়েকজন রোহিঙ্গা পেয়েছেন। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য আরও যাচাই-বাছাই করা হচ্ছে।
সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব মানবিক কাজের ক্ষেত্রে এবং বিশ্বের বেশিরভাগ দেশে দরিদ্রদের প্রয়োজনীয় সহায়তা দেয়ার ক্ষেত্রে একটি নেতৃস্থানীয় দেশ।
ইয়েমেন, সিরিয়া এবং ইরাকের মতো বিপর্যয় ও যুদ্ধের সাক্ষী থাকা ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে ‘বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র’ এবং ‘সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টে’র মাধ্যমে মানবিক সহায়তা দেয়া হয়।