র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) ‘ব্র্যান্ড নেম ফর পিস’ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, এই প্রতিষ্ঠানের বদনাম করা উচিত নয় যা দেশকে জঙ্গিবাদ দমনে সহায়তা করেছে।
তিনি বলেন, ‘প্লিজ ডু নট ট্রাই মেলাইন দিস ইনস্টিটিউশন দ্যাট উই রিলাই আপঅন হেভিলি।’
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রামে-গঞ্জে যাবেন, র্যাব ইজ আ ব্র্যান্ড নেম ফর পিস। র্যাব ইজ আ ব্র্যান্ড নেম হোয়্যার ইউ গেট জাস্টিস। র্যাব ইজ আ ব্র্যান্ড নেম ফর অ্যান্টি টেরোরিজম অ্যাক্টিভিটিস।’
আরও পড়ুন: মানবাধিকার প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তিনি বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে আমরা তুলনামূলক কম ক্ষতিতে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং এই লড়াই শেষ না হলেও মূল উৎপাটন করতে সক্ষম হয়েছি।’ বাংলাদেশের মতো দেশ যে কোনো সময়ে এই জাতীয় সমস্যার মুখোমুখি হতে পারে বলেও যোগ করেন তিনি।
শাহরিয়ার বলেন, যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চান যেখানে সমান অধিকার নিশ্চিত করা হবে, যেখানে সকলের মতামতের পরিবেশ বজায় থাকবে; তাদের জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে হবে যা জাতির গর্ব।
তিনি বলেন, ‘র্যাবকে শক্তিশালী করার পরিকল্পনা আগেও ছিল এবং প্রশিক্ষণ ও অর্থ দেয়া হয়েছিল।
আরও পড়ুন: মার্কিন মানবাধিকার প্রতিবেদনের সমালোচনা সরকারের
তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তারা যে কাজগুলো করেছেন, সেখানে যে ব্যত্যয় হয়েছে সেইগুলো নিয়েও কিন্তু এখন উই আর এনগেইজড, উই আর ওপেন। আমরা এগুলো সুরাহারও পথ খুঁজছি।
তিনি বলেন, তারা খুব জটিল বিশ্বে এবং খুব জটিল পরিবেশে কাজ করছে যেখানে বাহ্যিক, কারণ অভ্যন্তরীণ বিষয়গুলোকে অনেক বেশি প্রভাবিত করে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ ইস্যুতে কোনো মহল থেকে কোনো হস্তক্ষেপ চায় না।
এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।