সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেডিকেল সেন্টার থেকে যেসব শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের এনআইডি ছাড়া টিকার দ্বিতীয় ডোজ দেবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এজন্য আগামী ১৮ নভেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধনের তথ্য দেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ক্যান্সারে মারা গেলেন শাবিপ্রবির শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন জানান, যেসব শিক্ষার্থী এনআইডি ছাড়া টিকার প্রথম ডোজ নিয়েছে তাদের দ্বিতীয় ডোজ নেয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক এনআইডির তথ্য দিতে হবে। এজন্য যারা এখনো এনআইডির নিবন্ধন করেননি আগামী বৃহস্পতিবারের মধ্যে অনলাইনে নিবন্ধন করে প্রক্টর বরাবর প্রয়োজনীয় তথ্য জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আগামী সপ্তাহ থেকে ক্যাম্পাসে এনআইডি বুথ বসবে। ক্যাম্পাসে এনআইডির নিবন্ধনের প্রক্রিয়া শেষ হলে যথাসময়ে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে।
আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষায় নতুন ইতিহাস তৈরি হল: শাবিপ্রবি উপাচার্য
তিনি জানান, যেসব শিক্ষার্থী এনআইডি দিয়ে মেডিকেল সেন্টার থেকে টিকার প্রথম ডোজ নিয়েছে তারা চাইলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল বা নির্ধারিত কেন্দ্র থেকে ফাইজারের দ্বিতীয় ডোজ নিতে পারবে।