সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেডিকেল সেন্টার থেকে নির্ধারিত সময়ের মধ্যে যারা টিকার প্রথম ডোজ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ ব্যবস্থায় টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুধুমাত্র আগামী রবিবার মেডিকেল সেন্টার থেকে টিকা নিতে পারবেন ওই শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্ধারিত সময়ে যেসব শিক্ষার্থী মেডিকেল সেন্টার থেকে টিকার প্রথম ডোজ নিতে পারেননি, তারা শুধুমাত্র আগামী রবিবার টিকা নিতে পারবেন। এরপর আর কাউকে আমাদের মেডিকেল সেন্টার থেকে টিকার প্রথম ডোজ দেয়া হবে না। ওইদিন শিক্ষার্থীরা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, টিকা কার্ডের মূলকপি ও ফটোকপি (যদি থাকে) এবং স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে টিকা নিতে পারবেন।
এছাড়া যেসব শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকা নিয়েছেন তাদের শিগগিরই জাতীয় পরিচয়পত্র তৈরি করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তথ্য জমা দেয়ার আহ্বান জানান তিনি।
গত ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ওইদিন থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এক হাজার ৭১৭ জন শিক্ষার্থী টিকা গ্রহণের প্রথম ডোজ সম্পন্ন করেন।
আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষ টিকা পাবে: স্বাস্থ্য সচিব
এ মাসেই তিন কোটি ডোজ টিকা দেয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী
পাহাড়ের দুর্গম এলাকায় হেলিকপ্টারের সাহায্যে করোনার টিকা পৌঁছে দিল সেনাবাহিনী