স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো.জাহিদ মালেক বলেছেন, প্রত্যেক মাসে ভ্যাকসিন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। এই মাসেই আশা করি তিন কোটি ডোজ দেয়া যাবে। নতুন করে ১২-১৭ বছর বয়সীদের ভ্যাকসিন কার্যক্রম গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে।
রবিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর ডিবিএল ফার্মার কারখানা উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একজন দিয়ে দেশে করোনা মৃত্যু শুরু হয়েছিল। গতকালই আবার আমরা সেই একজনে ফিরেছি। এতদিন পর হলেও ভ্যাকসিন ও হসপিটাল সার্ভিসের কারণে মৃত্যু একজনে নেমে এসেছে।
এর আগে ডিবিএল ফার্মাসিটিক্যাল ফ্যাক্টরির অনুষ্ঠান যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ঔষধ শিল্পে তাদের যাত্রাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. হাবিব ই মিল্লাত, ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহেদ, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ জব্বার প্রমুখ।
১২ একর জমির উপর প্রায় দুই বিলিয়ন ইউনিট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ডিবিএলের প্রকল্পটিতে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন, ইনহেলারসহ প্রায় সব ধরনের ওষুধ উৎপাদন হবে। প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগে গাজীপুরের কাশিমপুরে সুরাবাড়ী এলাকায় এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
আরও পড়ুন: ভোটার আইডি কার্ড না থাকলেও টিকা নেয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী
নথি চুরির ঘটনায় আমরা ক্ষুব্ধ: স্বাস্থ্যমন্ত্রী
ডিসেম্বরের মধ্যেই টিকাদান লক্ষ্যমাত্রার পঞ্চাশ ভাগ পূরণ হবে: স্বাস্থ্যমন্ত্রী