এক সংলাপে সংসদ সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা গৃহকর্মী শিশুদের অধিকার নিশ্চিত করতে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
সোমবার অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) নামক একটি অলাভজনক সংগঠন পার্লামেন্ট মেম্বারস ক্লাব মিলনায়তনে ‘গৃহকর্মী শিশুর অধিকার ও সুরক্ষা: আইনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সংলাপের আয়োজন করে।
সংলাপে বক্তারা বলেন, সরকারের একার পক্ষে শিশুশ্রম বন্ধ করা বা গৃহকর্মী শিশুদের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। বিষয়টি মোকাবিলায় সকল সুবিধাভোগীদের এগিয়ে আসা উচিত।
বক্তারা বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে গৃহকর্মীদের সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫-এর পরামর্শে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
তারা দুঃখ প্রকাশ করে বলেন, সরকার ২০১৫ সালে গৃহকর্মীদের সুরক্ষা ও কল্যাণের জন্য একটি নীতিমালা প্রণয়ন করলেও গৃহকর্মীরা এখনও পেশা হিসেবে স্বীকৃতি পায়নি। ফলে গৃহকর্মীরা দমন-পীড়নের পরও ন্যায়বিচার পাচ্ছেন না।
শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান শামসুল হক টুকু বলেন, সরকার গৃহকর্মীর অধিকার রক্ষায় একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অধিকার রক্ষার উদ্যোগ নিয়েছিলেন।
তিনি বলেন, এই উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের অধিকার রক্ষায় শিশুবান্ধব আইন ও নীতিমালার সংশোধন আনেন।
আরও পড়ুন: সৌদি আরবে ২০২১ সালে গৃহকর্মী নিয়োগ চুক্তি বেড়েছে
টুকু আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে এবং বাজেট বরাদ্দ করা হয়েছে। শিশুদের অধিকার রক্ষায় পৃথক অধিদপ্তর গঠনের প্রস্তাবও চূড়ান্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এরই মধ্যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এখন একটি আইন প্রণয়ন করা এবং শিশুদের অধিকার রক্ষার জন্য একটি পৃথক অধিদপ্তর গঠন করা সময়ের ব্যাপার।’
সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য রেজাউল করিম, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, এমপি সৈয়দা রুবিনা আক্তার ও গ্লোরিয়া ঝর্ণা সরকার।
এএসডির প্রকল্প পরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সচিবালয়ের পরিচালক লাবণ্য আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, এএসডির নির্বাহী পরিচালক এম এ করিম, শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুস শহীদ মাহমুদ, ডন ফোরামের মাহবুবুল হক, আইএলও প্রতিনিধি সৈয়দা মুনিরা সুলতানা, সুন্দরবন ও উপকূল রক্ষা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র এবং স্ক্যানের মনিরুজ্জামান মুকুল প্রমুখ।
আরও পড়ুন: রাজধানীতে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নারী গ্রেপ্তার