রাজধানীর কলাবাগান এলাকায় গৃহকর্মীর ওপর নির্যাতনের অভিযোগে সামিয়া ইউসুফ সুমি নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্মীর নাম মোছা. ফারজানা, তিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার র্যাব-২ এর অধিনায়ক লে.কর্নেল আবু নাঈম মো. তালাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে
জানানো হয়,গ্রেপ্তার সামিয়া ইউসুফ সুমি কলাবাগান এলাকার শেখ ইউসুফ আলীর মেয়ে এবং তারিকুল ইসলামের স্ত্রী।
আরও পড়ুন: পাওনা টাকার জন্য নির্যাতনে আহত যুবকের মৃত্যু, নবনির্বাচিত ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
এতে আরও জানানো হয়, গত ১৭ জানুয়ারি র্যাব-২ জানতে পারে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বহুতল ভবনে একজন গৃহকর্মীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনে গুরুতর অসুস্থ ওই গৃহকর্মীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। র্যাব-২ এর কর্মকর্তাগণ ভুক্তভোগীকে পরিদর্শন করতে গেলে, সেখানে উপস্থিত ভুক্তভোগী ফারজানার বাবা মো. বেলাল হোসেন তার মেয়ের ওপর নির্যাতনের বর্ণনা দেন এবং জানান তিনি কলাবাগান থানায় একটি মামলা করেছেন। এই তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর দল অভিযান চালিয়ে আসামি সামিয়া ইউসুফ সুমিকে গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তীতে জানা গেছে ফারজানা গৃহকর্মী হিসেবে কাজ করার সময় সামান্যতম ভুলের কারণে সুমি প্রায়ই তাকে মারপিট ও জখম করতেন। গত ১৭ তারিখ সুমির মারপিটে ফারজানা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনার প্রেক্ষিতে ফারজানার বাবা সুমিকে আসামি করে কলাবাগান থানায় একটি মামলা করেন।
আরও পড়ুন: শিশু গৃহকর্মীকে নির্যাতন, গৃহকর্তী আটক