যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টারও প্রশংসা করেন।
শুক্রবার রাতে (১৮ আগস্ট) নিউইয়র্কে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানলাম। বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে ১৪ বছরে দেশের অগ্রগতি ও সাফল্য দেখেছে এ জাতি।
তিনি আরও জানান, ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে যোগ্য করে গড়ে তুলেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার প্রতিশ্রুতি রক্ষার জন্যও কাজ করেছে।
কংগ্রেসম্যান আরও বলেন, ‘আমি মনে করি অর্থনীতি, জ্বালানি খাত ও অবকাঠামো খাতে বাংলাদেশের উন্নতি এবং সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় এর ভূমিকা অন্যান্য দেশের জন্য অনুকরণীয়।’
আরও পড়ুন: বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে নির্বাচন নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিদেশি শক্তি: প্রধানমন্ত্রী
বিজ্ঞান-প্রযুক্তির অগ্রগতির জন্য বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ড গঠন করবে জাতিসংঘ