শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়ার সাজাপ্রাপ্ত আসামি ছলিম উদ্দিন ছলি (৭০) ও ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামের হাজতি সোহেল মিয়া (১৯)। এদের মধ্যে সোলিমকে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হাসানুল হক ইনু গ্রেপ্তার
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করলে তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারিক হাকিম তাদের কারাগারে পাঠানোর নিদেশ দিলে বিকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়।
শুক্রবার র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি পরিচালক মেজর মো. আব্দুর রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা শেরপুর কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই সুযোগে প্রায় ৫০০ সাজাপ্রাপ্ত বন্দি পালিয়ে যায়। পরে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের অভিযানে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।