বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন গাজিপুর জেলা কমিটির সভাপতির মৃত্যুতে মঙ্গলবার গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
এর আগে গত সোমবার (২৫ জুন) টঙ্গীর বাগানবাড়ি এলাকায় গাজিপুর জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম (৪৫ বছর) নিহত হন।
আরও পড়ুন: শিল্পের প্রবৃদ্ধি ছাড়া ৭.৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জন অসম্ভব: বিজিএমইএ সভাপতি
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, পোশাক শিল্পে শ্রমিক ভাই-বোনদের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে
বিজিএমইএ সভাপতি মো. শহিদুল ইসলাম নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সংশ্লিষ্ট অপরাধীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন: আরএমজি শিল্পের উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের নীতিগত সহায়তা চান বিজিএমইএ সভাপতি
এলডিসি উত্তোরণে বাংলাদেশকে সহায়তায় ইইউ’র প্রতি বিজিএমইএ প্রধানের আহ্বান