বিল ৩টি হলো- ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা (সংশোধন) বিল, ২০২১', 'বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১' এবং 'বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১'।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাতীয় সংসদে বিল তিনটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে ১৯ জানুয়ারি শিক্ষামন্ত্রী ওই বিল তিনটি সংসদে উত্থাপন করার পর সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।
আরও পড়ুন: আগামী বছর জুনে এসএসসি, জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ল
পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ফজলে হোসেন বাদশা ওই তিন সংশোধনী বিলের প্রতিবেদন গত ২১ জানুয়ারি সংসদে উত্থাপন করেন।
প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারির মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্ভব না হওয়ায় অটো পাসের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু আগের আইন অনুসারে এইচএসসি ও সমমানের মূল্যায়ন ফল পরীক্ষা না নিয়ে প্রকাশের বিধান ছিল না।
আরও পড়ুন: আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এসএসসি ফল থকে ৭৫ শতাংশ এবং জেএসসি-জেডিসির ফলাফল থেকে ২৫ শতাংশ সমন্বয়ের পরে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হবে।
আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে করে তিনটি আইন সংশোধনের খসড়ায় গত ১১ জানুয়ারি অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।
আরও পড়ুন:এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল: শিক্ষামন্ত্রী
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে ১৯ সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে: ইউজিসি