একাদশ জাতীয় সংসদ
সংসদের বাজেট অধিবেশন শুরু
একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন বুধবার (৩১ মে) বিকাল ৫টা ৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে।
সংসদের এ অধিবেশনে বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
আরও পড়ুন: ফায়ার সার্ভিসকে আধুনিক সরঞ্জাম সরবরাহের সুপারিশ জাতীয় সংসদের
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ দ্বারা তাকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সংসদের ২৩তম অধিবেশন (বাজেট অধিবেশন) আহ্বান করেছেন।
গত বৃহস্পতিবার (১১ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে।
যা পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ ৭৫ হাজার ৯৪৫ কোটি টাকা (২৮ দশমিক ৮৮ শতাংশ)।
মূল এডিপি বরাদ্দের মধ্যে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা স্থানীয় উৎস থেকে এবং ৯৪ হাজার কোটি টাকা বিদেশি উৎস থেকে নেওয়া হবে।
২০২২ সালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট সংসদে পেশ করেন।
আরও পড়ুন: সংসদের ২৩তম অধিবেশনের জন্য ৫ সদস্যের প্যানেল চেয়ারম্যান মনোনীত
মন্ত্রণালয়ে ক্রয় ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার সুপারিশ সংসদীয় কমিটির
১ বছর আগে
শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোছা. ডরথী রহমান
একাদশ জাতীয় সংসদের ৩১৯ মহিলা আসন ১৯ (সংরক্ষিত) আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোছা. ডরথী রহমান শপথ নিয়েছেন।
বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
আরও পড়ুন: ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে মোছা. ডরথী রহমান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে সাক্ষর করেন।
এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শপথ নিয়েছেন ৫৯টি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা
ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র শপথ গ্রহণ
১ বছর আগে
সংসদে পেটেন্ট বিল পেশ
শতাব্দী প্রাচীন পেটেন্ট আইনকে আরও সময়োপযোগী করে তোলার লক্ষ্যে এবং মেধাস্বত্ত্ব অধিকারের সুরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সংসদে বাংলাদেশ পেটেন্ট বিল-২০২১ পেশ করা হয়েছে।
রবিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিলটি উত্থাপন করেন। বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। আগামী ৩০ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিল অনুসারে, মালিককে ২০ বছরের জন্য যে কোনও উদ্ভাবনের পেটেন্ট দেয়া হবে এবং তারপরে তা সরকারি সম্পত্তিতে পরিণত হবে। প্রস্তাবিত আইনের অধীনে প্রযুক্তিগত উদ্ভাবনের যে কোনও একক উদ্ভাবক বা যৌথ উদ্ভাবকদের পেটেন্ট ইস্যু বা বাতিল করার জন্য একটি রেজিস্ট্রার অফিস থাকবে।
আরও পড়ুন: ডিজেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সংসদে বিরোধী নেতাদের অসন্তোষ
২০২১ সালের ২২ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় বাংলাদেশ পেটেন্ট বিল ২০২১-এর খসড়া অনুমোদন হয়। যা ‘পেটেন্ট এণ্ড ডিজাইন্স অ্যাক্ট, ১৯১১'-এর পেটেন্ট সংক্রান্ত বিধানগুলো বাতিল করবে।
বয়লার্স বিল
এছাড়াও, শিল্পমন্ত্রী বয়লার-সম্পর্কিত দুর্ঘটনা রোধ এবং সেখানে মানসম্মত বয়লার নির্মাণ ও ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বয়লার বিল, ২০২১ সংসদে পেশ করেন।
পরে বিলটি সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিলটি বয়লার অ্যাক্ট,১৯২৩-কে প্রতিস্থাপন করবে।
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু
একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু ১৪ নভেম্বর
২ বছর আগে
একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন রবিবার বিকেল চারটায় শুরু হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বরের চতুর্দশ অধিবেশনের ৫৯ দিন পর আজকের অধিবেশন বসেছে।ওই অধিবেশনটি করোনা মহামারির কারণে মাত্র সাতটি বৈঠকের পরেই স্থগিত করা হয়েছিল।
অধিবেশনের শুরুতে স্পিকার এবারের সংসদের পঞ্চদশ অধিবেশনের জন্য পাঁচ সদস্যের প্যানেল অব চেয়ারম্যান মনোনীত করেন।
প্যানেল সদস্যরা হলেন শামসুল হক টুকু (পাবনা-১), এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), কাজী ফিরোজ রশিদ (ঢাকা-৬) ও বাসন্তী চাকমা (মহিলা আসন-৯)।
তারা স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কালানুক্রমিকভাবে হাউজের কার্যক্রম পরিচালনা করবে।
গত ১৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর ওপর প্রদত্ত ক্ষমতাবলে বর্তমান সংসদের পঞ্চদশ অধিবেশন আহ্বান করেন।
সংবিধান অনুসারে, একটি অধিবেশন শেষ হওয়া এবং পরবর্তী অধিবেশনে সংসদের প্রথম অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি সময় নেয়া যাবে না।
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু ১৪ নভেম্বর
১৯৭২ এর সংবিধানে ফিরতে শিগগিরই সংসদে বিল পেশ: মুরাদ
জাতীয় আর্কাইভে কোন রেকর্ড নষ্ট করা যাবে না, সংসদে বিল পাস
২ বছর আগে
সংসদে ৫ সদস্যের চেয়ারম্যান প্যানেল ঘোষণা
একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে (বাজেট) পাঁচ সদস্যের একটি চেয়ারম্যান প্যানেল মনোনীত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
প্যানেল সদস্যরা হলেন- মো. শহিদুজ্জামান সরকার (নওগাঁ -২), এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬), মো. মাজহারুল হক প্রধান (পঞ্চগড় -১), আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম -৫) এবং রুমানা আলী (মহিলা আসন-১৪)।
আরও পড়ুন: সংসদের বাজেট অধিবেশন বুধবার শুরু
ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে তাদের নাম ঘোষণা করেন।
সংসদের জন্য ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা পর্যায়ক্রমে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
৩ বছর আগে
চলতি সংসদের ১২তম অধিবেশন মুলতবি
একাদশ জাতীয় সংসদের ১২তম অধিবেশন তিন কার্যদিবসের পর রবিবার মুলতবি ঘোষণা করা হয়েছে।
দুপুর ১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির মুলতবি ভাষণ পাঠ করেন।
অধিবেশন চলাকালে সংসদে ৫টি বিল উত্থাপন করা হয়।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ১২তম অধিবেশন শুরু হয়।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অধিবেশন সংক্ষিপ্ত আকারে বসবে বলে আগেই জানানো হয়।
গত ১৫ মার্চ রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০২১ সালের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেন।
আরও পড়ুন: আ’লীগের সংসদ সদস্য আসলামুল হক মারা গেছেন
একাদশ জাতীয় সংসদের ১১ম অধিবেশন গত ২ ফেব্রুয়ারি মূলতবি করা হয়। ৫৮ দিন পর ১২তম অধিবেশন শুরু হয়।
সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ ১২তম অধিবেশন আহ্বান করেন।
সংবিধান অনুসারে, এক অধিবেশন শেষে এবং পরবর্তী অধিবেশনের প্রথম কার্যদিবসের মধ্যবর্তী ব্যবধান ৬০ দিনের বেশি হবে না।
৩ বছর আগে
চলতি সংসদের ১২তম অধিবেশন শুরু
চলতি সংসদের ১২তম অধিবেশন বৃহস্পতিবার শুরু হয়েছে।
বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অধিবেশন সংক্ষিপ্ত আকারে বসবে।
গত ১৫ মার্চ রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০২১ সালের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেন।
একাদশ জাতীয় সংসদের ১১ম অধিবেশন গত ২ ফেব্রুয়ারি মূলতবি করা হয়। ৫৮ দিন পর ১২তম অধিবেশন শুরু হতে যাচ্ছে।
সংসদ সবিচালয়ের এক নোটিফিকেশনে বলা হয়েছে, সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ ১২তম অধিবেশন আহ্বান করেছেন।
সংবিধান অনুসারে, এক অধিবেশন শেষে এবং পরবর্তী অধিবেশনের প্রথম কার্যদিবসের মধ্যবর্তী ব্যবধান ৬০ দিনের বেশি হবে না।
৩ বছর আগে
চলতি সংসদের ১২তম অধিবেশন বৃহস্পতিবার শুরু
চলতি সংসদের ১২তম অধিবেশন বৃহস্পতিবার শুরু হবে।
বেলা ১১টায় অধিবেশন বসবে। তবে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অধিবেশন সংক্ষিপ্ত আকারে বসবে।
গত ১৫ মার্চ রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০২১ সালের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেন।
একাদশ জাতীয় সংসদের ১১ম অধিবেশন গত ২ ফেব্রুয়ারি মূলতবি করা হয়। ৫৮ দিন পর ১২তম অধিবেশন শুরু হতে যাচ্ছে।
সংসদ সবিচালয়ের এক নোটিফিকেশনে বলা হয়েছে, সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ ১২তম অধিবেশন আহ্বান করেছেন।
সংবিধান অনুসারে, এক অধিবেশন শেষে এবং পরবর্তী অধিবেশনের প্রথম কার্যদিবসের মধ্যবর্তী ব্যবধান ৬০ দিনের বেশি হবে না।
আরও পড়ুন: সংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল পাস
চাঁদপুর ও কিশোরগঞ্জে বিশ্ববিদ্যালয় নির্মাণে সংসদে দুটি বিল পাস
আধুনিকায়ন হবে গাজীপুর শহর, সংসদে বিল পাস
৩ বছর আগে
সংসদের ১১তম অধিবেশন সমাপ্ত, ৬টি বিল পাস
একাদশ জাতীয় সংসদের ১১তম অধিবেশন মঙ্গলবার সর্বসম্মতিক্রমে ধন্যবাদ জ্ঞাপনের প্রস্তাব গ্রহণের পরপরই চলতি বছরের প্রথম অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির ঘোষণা পাঠ করার মধ্যদিয়ে শেষ হয়েছে।
৩ বছর আগে
ঐক্যের আহ্বান জানিয়ে সংসদে রাষ্ট্রপতির ভাষণ
জাতীয় সংসদকে জনগণের আশা ও আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ গণতন্ত্রের ধারাবাহিকতা, আইনের শাসন ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি শ্রেণি ও পেশা নির্বিশেষে সকলের মধ্যে একতা তৈরির জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
৩ বছর আগে