সপ্তম ধাপে সোমবার দেশের ২০টি জেলার ২৪টি উপজেলার ১৩৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা ভোটগ্রহণ শুরু হয়, কোনো বিরতি ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান রবিবার বলেন, ১৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৭৬ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট পাঁচ হাজার ৮৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১১ চেয়ারম্যানসহ ৭১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
১৩৮টি ইউনিয়ন পরিষদে এক হাজার ৩৫০টি ভোটকেন্দ্রের অধীনে সাড়ে ২৪ লাখের বেশি ভোটার রয়েছে।
আরও পড়ুন: সপ্তম ধাপে ১৩৮ ইউপি নির্বাচন সোমবার
এসব ইউনিয়নের মধ্যে ৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপার পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে।
এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর সপ্তম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১২ জানুয়ারি।
১৩৮টি ইউপি হলো কুমিল্লায় ২৪, রাঙামাটিতে ১৯, রংপুরে ১৭, চট্টগ্রামে ১৬, ময়মনসিংহে ১১, কিশোরগঞ্জে ৯, নোয়াখালীতে আট, সুনামগঞ্জে সাত, পটুয়াখালীতে ছয়, খাগড়াছড়িতে পাঁচ, বান্দরবানে তিন; ঠাকুরগাঁও, নীলফামারী, জয়পুরহাট ও সিরাজগঞ্জে দুটি করে এবং চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পিরোজপুর, সিলেট ও কক্সবাজারে একটি করে।