দীর্ঘ প্রায় সাড়ে চার বছর পর অবশেষে চাঁদপুর শহরের একটি ভাড়া বাড়িতে শুরু হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। শহরের খলিশাডুলী এলাকায় একটি নতুন পাঁচতলা ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস চালু করা হয়েছে।
শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পরিচিতি সভার মাধ্যমে এ কার্যক্রম চালু হলো। আগামী রবিবার থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাছিম আখতার ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত রবিবার অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের এক প্রাণবন্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিন বিভাগের ৯০ জন শিক্ষার্থী এবং ৬জন শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উপাচার্য জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় ‘এ’ ইউনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০, ‘বি’ ইউনিটে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে ৩০ এবং ‘সি’ ইউনিটে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ৩০ টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। আবেদনকারী ৫ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্যে মাত্র ৯০ জন ভর্তি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের ষোলঘরে অবস্থিত জেলা প্রশাসক ও জেলা জজ আদালত থেকে এক কিলোমিটার দূরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে খলিসাডুলিতে এই অস্থায়ী ক্যাম্পাসটি ভাড়া নেওয়া হয়েছে। গত ডিসেম্বর থেকে প্রতি মাসে ভাড়া বাবদ প্রায় দেড় লাখ টাকা দিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত তিন মাস ধরে শিক্ষকসহ অন্যান্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
উপাচার্য ড. নাছিম আখতার বলেন, গত ঈদের আগে থেকেই শিক্ষার্থীদের অনলাইনে যুক্ত রেখেছিলাম। গত রবিবার সরাসরি তাদের সঙ্গে আমাদের পরিচয় পর্ব হলো।
প্রসঙ্গত, ২০১৮ সালে চাঁদপুরের জেলা স্টেডিয়ামের এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানকার সংসদ সদস্য ডা.দীপু মনির বিশেষ অনুরোধে চাঁদপুরে একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের অশ্বাস দেন।
এরপরে ২০১৯ সালে চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চাঁদপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল যথাসময়ে চালু হলেও দীর্ঘ প্রায় সাড়ে চার বছর পর চালু হলো এ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম।
দেশে করোনা মহামারি,বিশ্ববিদ্যালয়ের জমি সংক্রান্ত আ্ইনি জটিলতায় চলে যায় ৪ বছরের বেশি সময় এবং শিক্ষক কর্মচারি নিয়োগে চলে যায় আরও তিনমাস। গত রবিবার শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি সভা হয় ভাড়া করা নতুন এ ভবনে।
ভিসি ড. নাছিম আখতার জানান, অবশেষ সব ধরনের বাধা পেড়িয়ে আগামী সপ্তাহেই ১ম বর্ষের শ্রেণি কার্যক্রম চালু হচ্ছে।
প্রথম ব্যাচের ছাত্র-ছাত্রীরাও প্রথম ক্লাস করার প্রতীক্ষার প্রহর গুনছেন।
এমনই কয়েকজন শিক্ষার্থী হলেন-ঝালকাঠির আতিকুল ইসলাম, যশোরের রোকনুজ্জামান খান ও চাঁদপুরের সোহাগ মিয়া।
তারা বলেন, ‘আমাদের শিক্ষকগণ সবাই খুব আন্তরিক।’
তারা আরও জানান, তারা বললেন আপাতত সবাই মেসে উঠেছি।
জানা যায়, এখনও শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো আবাসিক হোস্টেল/হল সুবিধা নেই। তাই শিক্ষার্থী ও শিক্ষকগণ নিজ নিজ ব্যবস্থাপনায় তাদের আবাসনের ব্যবস্থা করেছেন বলে।