বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে ব্রিফ করেন।
‘আমরা সবাই, কে টিকা নিয়েছে আর কে নেয়নি, সেটা বিষয় নয়, তিনটি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত--আমরা অবশ্যই মাস্ক পরিধান করব, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব এবং পর্যটন কেন্দ্র কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম এলাকা অথবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জনসমাগম সীমিত রাখব,’ প্রধানমন্ত্রীকে উদ্ধৃতি করে তিনি বলেন।
শেখ হাসিনা বলেন, যদিও অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ কোভিড-১৯ পরিস্থিতিতে অনেক ভালো অবস্থানে রয়েছে, তার মানে এই নয় যে বাংলাদেশ স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: ৭ মার্চ নিয়ে বক্তব্য: বিএনপি নেতাদের কড়া ভাষায় জবাব দিলেন প্রধানমন্ত্রী
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষজ্ঞরা গত কয়েকদিন ধরে বলে আসছেন, গ্রীষ্ম মৌসুমের আগে বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত হবে না। কেননা গত শীত মৌসুমের তুলনায় গত গ্রীষ্মে দেশ সর্বোচ্চ সংক্রমণের হার দেখেছিল।
এপ্রিল-জুনকে দেশের সর্বোচ্চ গ্রীষ্ম হিসেবে বিবেচনা করা হয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে গত গ্রীষ্মে কোভিড-১৯ পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, যদিও অনেক বিশেষজ্ঞ আগেই ধারণা করেছিলেন, গত শীতে এই মহামারি আরও খারাপ হবে।
রমজানে নিত্যপণ্যের ঘাটতি হবে না
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আসন্ন রমজানে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে ভোজ্যতেল, চিনি, খেঁজুর, ছোলা, পেঁয়াজ এবং মসুরের ঘাটতি হবে না।
বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকে জানিয়েছে যে পবিত্র মাসে সম্ভাব্য চাহিদার বিপরীতে দেশে এসব প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে।
চারটি বিল অনুমোদন
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা দুটি খসড়া বিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বিল দুটি হলো- ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’ এবং ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১’। এছাড়া দুটি খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে। বিল দুটি হলো- ‘সরকারি ঋণ বিল, ২০২১’ এবং ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম বিল, ২০২১’।
আরও পড়ুন: ৭ মার্চের ভাষণই স্বাধীনতার প্রকৃত ঘোষণা: প্রধানমন্ত্রী
কমনওয়েলথের অনুপ্রেরণাদায়ী ৩ নারী নেতার একজন শেখ হাসিনা
প্রতিবেশী দেশগুলোর মধ্যে সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত: প্রধানমন্ত্রী