মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সবুজায়নের বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সোমবার রাজধানীতে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য সাধনা ছিল সবুজ-শ্যামল বাংলাদেশকে সত্যিকার অর্থেই প্রাকৃতিক বাংলাদেশে চিরন্তন রূপ দেয়া। বঙ্গবন্ধু সেটা সমাপ্ত করে যেতে পারেননি। তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পরিবেশকে স্বাস্থ্যসম্মত, দূষণমুক্ত এবং সবুজায়ন করার জন্য অসাধারণ কর্মসূচি গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে আমরা জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ করছি।’
মন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীর ভেতর বাংলাদেশ হবে গ্রিন বাংলাদেশ, বাংলাদেশ হবে সুন্দর পরিবেশের বাংলাদেশ, বাংলাদেশ হবে আধুনিক, মানসম্মত বাংলাদেশ। সে লক্ষ্যেই আমরা বৃক্ষরোপণসহ অন্যান্য উন্নয়নের কাজ করে চলেছি।’