সমুদ্র অর্থনীতির উন্নয়নে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সমুদ্র অর্থনীতির উন্নয়নে আইওআরএ’র সদস্য রাষ্ট্রগুলোর সর্বাত্মক প্রচেষ্টা করা উচিত।’
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১২ সদস্য বিশিষ্ট আইওআরএ সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দল তাঁর সাথে সভা করলে শেখ হাসিনা এ আহ্বান জানান। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, প্রতিনিধি দলের সদস্যরা সমুদ্র অর্থনীতির উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশাল সম্ভবনা সত্ত্বেও আমাদের আন্তআঞ্চলিক বিনিয়োগ কম। আইওআরএ সদস্য রাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বিস্তারের অনেক সুযোগ রয়েছে।’
প্রতিনিধি দলকে বাংলাদেশে স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আইওআরএ সদস্য রাষ্ট্রের সাথে দ্বি পক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দেয়।
তিনি বলেন, প্রতিনিধি দল এমন সময়ে বাংলাদেশে রয়েছে যখন দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছে। তিনি বলেন, ‘আপনাদের উপস্থিতি জন্মশতবর্ষ উদযাপনে একটি নতুন মাত্রা যোগ করেছে।’
করোনা মোকাবিলায় নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে করোনার টিকা তৈরির চেষ্টা করছি।’
আইওআরএ প্রতিনিধি দল বাংলাদেশকে উন্নয়নের গতিপথে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ সভা সঞ্চালনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শীর্ষ শ্রেণির ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে সরকার: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সঙ্কট নিয়ে মিয়ানমারকে শক্তিশালী বার্তা পাঠাবে ইন্দোনেশিয়া
যোগাযোগ প্রযুক্তি ও সমুদ্র অর্থনীতি নিয়ে বাংলাদেশের সাথে কাজে আগ্রহী মাদাগাস্কার