ঢাকার নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে (২০২৩ সালের ১৬ জানুয়ারি) দায়িত্ব পালন করার সময় বেসরকারি টেলিভিশন সময়ের এক সাংবাদিক দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে লাঞ্ছিতের অভিযোগ দায়ের করেছেন।
পল্টন মডেল থানায় দায়ের করা অভিযোগে তিনি বলেন, ‘সমাবেশের ভিডিও ধারণ কাজে ব্যবহৃত একটি ড্রোনের ক্ষতি করে এবং তার ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেয় উত্তেজিত জনতা।’
সময় টিভির সাংবাদিক মোবারক হোসেন দাবি করেন, বিএনপির কামরাঙ্গীর চর শাখার সভাপতি মনির চেয়ারম্যান; একই শাখার সাধারণ সম্পাদক নায়েম এবং অজ্ঞাত পরিচয়ে প্রায় ৬০ নেতাকর্মী তাকে গালিগালাজ করতে থাকে এবং ড্রোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। অভিযোগে বলা হয়েছে, শুভ বাধা দিলে তারা তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারধর করে।
আরও পড়ুন: বিএনপির ইভেন্ট কাভারের সময় সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, কনস্টেবল প্রত্যাহার
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানান তিনি।
এর আগে, ২০২২ সালের ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে প্রেস কার্ডে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রাখার পদক্ষেপকে স্থানীয় সাংবাদিকদের সমালোচনার জন্ম দেয়।
প্রেস কার্ডে তারেক রহমানের ছবি ব্যবহার করার জন্য কিছু সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলটির সমালোচনা করেন। কারণ তিনি একজন ‘দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি’।
আরও পড়ুন: ভারতীয় সাংবাদিকদের সফর দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: তথ্যমন্ত্রী
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পরোপকারী বরিশালের সাংবাদিক মাসুদ