সাতক্ষীরার শ্যামনগরে জুস খেয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিহত শিশুর মা সুমিতা দত্তকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর (হরিতলা) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোহিত দত্ত (১১) সাতক্ষীরা সদর উপজেলার নকিপুর (হরিতলা) গ্রামের মৃত গোপাল দত্তের ছেলে এবং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: খুলনায় যমজ নবজাতক কন্যা সন্তান হত্যার অভিযোগে মা আটক
জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিনে আনা জুস খেয়ে অসুস্থ হয়ে পড়ে রোহিত। এক পর্যায়ে মুখে ফেনা উঠেতে থাকে তার। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুটির ঘরের পাশের ড্রেন থেকে একটি বিষের প্যাকেট পাওয়া গেছে। এ নিয়ে সন্দেহের জেরে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে রোহিতের মাকে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি জুসের সঙ্গে বিষ মিশিয়ে ছেলে রহিতকে হত্যা করেছেন।
স্থানীয়রা জানান, চার বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে রোহিতকে নিয়ে মনোজিত মণ্ডল নামের স্থানীয় এক শিক্ষকের বাসায় ভাড়া থাকতেন সুস্মিতা দত্ত।
রোহিতের মেজ কাকা উজ্জ্বল দত্ত জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে রোহিতের মা ছেলের অসুস্থতার বিষয়টি ফোনে পরিবারের সদস্যদের জানান। এ সময় দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানা যায় সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিনে আনা জুস খেয়ে অসুস্থ হয়ে পড়েছে।
তিনি আরও জানান, একপর্যায়ে মুখ দিয়ে ফেনা উঠে শরীর নিস্তেজ হতে শুরু করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক রোহিতকে মৃত ঘোষণা করেন।
রহিতের আরেক কাকা বিশ্বনাথ জানান, খাদ্যে বিষক্রিয়ায় রোহিতের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করলে তারা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ঘরের পাশের ড্রেন থেকে একটি বিষের প্যাকেট পাওয়া যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে থানায় নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিতের মা ইঁদুর মারার জন্য ঘরে বিষ রাখার কথা জানিয়েছেন। এ ঘটনার তদন্ত চলছে।