গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুই হাতির মারামারিতে মাথায় আঘাত পেয়ে একটি হাতির মৃত্যু হয়েছে বলে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে।
মারা যাওয়া পুরুষ হাতিটির আনুমানিক বয়স ৪৭ বছর।
আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতির মৃত্যু
পার্কের প্রকল্প পরিচালক ও বন সংরক্ষক ইমরান আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হাতি মৃত্যুর ঘটনায় পার্ক কর্তৃপক্ষের কোন অবহেলা আছে কিনা জানতে চেয়ে ঢাকার বিভাগীয় বন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বন বিভাগ।
ইমরান আহমেদ জানান, পার্কের অভ্যন্তরে হাতিশালায় গত ২১ ডিসেম্বর সকাল ১১টায় পার্কের অন্য হাতির আক্রমণে মাথায় প্রচণ্ড আঘাত পায় হাতিটি এবং তাৎক্ষণিক ব্রেন স্ট্রোক করে মারা যায়।
তিনি আরও জানান, পার্কের বন্যপ্রাণী হাসপাতালের দায়িত্বে নিয়োজিত ভেটেরিনারি সার্জন মারা যাওয়া হাতিটির ময়নাতদন্ত করেন এবং ওই হাতিটি ব্রেন স্টোকের কারণে মারা গেছে বলে অবহিত করেন।
হাতিটি ২১ ডিসেম্বর পার্কের ভেতরের হাতিশালায় মারা গেলেও কর্তৃপক্ষ গণমাধ্যমে বিষয়টি জানায়নি।
তবে ২২ ডিসেম্বর থানায় জিডি করেন তারা।
এর আগেও ২০২২ সালের জানুয়ারি মাসে ১১টি জেব্রা ও বাঘের রহস্যময় মৃত্যু হয়েছিলো।
আরও পড়ুন: চট্টগ্রামে ডোবায় পড়ে বাচ্চা হাতির মৃত্যু