সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক তদন্ত করছে বলে বুধবার (২৮ আগস্ট) ইউএনবিকে নিশ্চিত করেছেন সংস্থাটির মুখপাত্র আকতারুল ইসলাম।
আরও পড়ুন: আর্থিক অপরাধ দমন অভিযানে সহায়তা করতে দুদকে বিশেষজ্ঞ প্যানেল গঠন
প্রাথমিক বিবরণে জানা যায়, তিনি ফরিদপুরের মধুপুরে একটি ভবন নির্মাণ করেছেন এবং পূর্বাচলসহ বিভিন্ন স্থানে প্লট কিনেছেন। একাধিক ব্যাংকে সঞ্চয়পত্র রয়েছে তার।
এছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক সম্পত্তির মালিক তার স্ত্রী মির্জা নাহিদা হোসেন।
আরও পড়ুন: সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে ডাক বিভাগের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবে দুদক