সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে ফেসবুক পেইজের অ্যাডমিন আশিষ মল্লিককে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ এর এএসপি (অপারেশন অফিসার) নোমান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি অপারেশনাল দল মঙ্গলবার সন্ধ্যায় বনানী এলাকায় অভিযান চালিয়ে আশিষকে গ্রেপ্তার করে। অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিষ সাইবার অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায় এবং তিনি ঢাকা কলেজ থেকে স্নাতক শেষ করে একটি কোচিং সেন্টার চালাতেন।
জিজ্ঞাসাবাদে র্যাব জানায়, আশিষ গত ১৬ অক্টোবর একটি ফেসবুক পেইজ খোলেন এবং সেই পেইজে তার ব্যক্তিগত আইডি থেকে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য পোস্ট করেন। তিনি এবং আরও কয়েকজন সমমনা লোক অ্যাডমিন হিসেবে কাজ করেছেন। খুব দ্রুত ওই পেইজের সদস্য ও ফলোয়ারের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যায়।
এএসপি নোমান বলেন, এই ফেসবুক পেইজ থেকে কুমিল্লার ঘটনা নিয়ে মিথ্যা তথ্য ও উসকানিমূলক পোস্ট দেয়া হয় এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হয়।
আরও পড়ুন: দলীয় নেতাকর্মীদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
ফেসবুক পেইজে প্রতিবেশী দেশগুলোতে সংঘটিত নানা নৃশংসতার ভিডিও আপলোড করে মানুষের মনে ভীতি তৈরি করা হচ্ছিল। তিনি বলেন, অভিযুক্ত আশিষ প্রতিটি পোস্টে হ্যাশ ট্যাগ করে এই দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।