সাম্প্রদায়িক শক্তির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কোনও সাম্প্রদায়িক শক্তিকে তাদের ঘৃণ্য উদ্দেশ্য চরিতার্থ করার এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সুযোগ দেবে না সরকার।
বৃহস্পতিবার রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজা মন্ডপ পরিদর্শনের সময় ওবায়দুল কাদের এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, অসাধু গোষ্ঠী এবং উগ্র সাম্প্রদায়িক শক্তিগুলো দেশের ১০-১২ জায়গায় হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে এবং হিন্দুদের বাড়ি ভাঙচুর করেছে।
আরও পড়ুন: কুমিল্লার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: ওবায়দুল কাদের
দেশের জনগণকে সাম্প্রদায়িক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা দেশের উন্নয়ন চায়না তারাই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার শান্তিপূর্ণ উদযাপন নষ্ট করেছে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে দেশকে পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের ঘৃণ্য অনেক আচরণের মধ্যে একটি হল হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি করা।’
সেতুমন্ত্রী জনগণকে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গুজব ছড়ানো অপশক্তির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: কুমিল্লার ঘটনায় কয়েকজনকে চিহ্ণিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির জন্য একদল লোক সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে। তাদের কথায় বিশ্বাস করবেন না।
আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং মানুষকে শান্ত ও নিরাপদে থাকতে বলেছেন।
তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, উগ্রপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করছে। তিনি বলেন, পূজা শেষ হওয়ার পরও এই সহিংসতা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে, সরকারও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকবে।
আরও পড়ুন: কুমিল্লার ঘটনায় যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী