গুলিস্তানের সিদ্দিক বাজারের ভয়াবহ বিস্ফোরণে মঙ্গলবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুই যুবকও মারা যায়। নিহত দুইজন সমবয়সী এবং উভয় সম্পর্কে খালাতো ভাই।
এরা হলেন- মতলব উত্তরের পশ্চিম লালপুর গ্রামের মো. বিল্লাল হোসেন বেপারীর বড় ছেলে মো. আল-আমিন (২৩) এবং ছেংগারচর গ্রামের মোশারফ হোসেন মিয়াজির ছেলে মনসুর হোসেন (২৪)।
আরও পড়ুন : গুলিস্তান বিস্ফোরণ: দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে
আলাপকালে মনসুরের ছোট ভাই কাওছার জানান, ফুলবাড়িয়া সুপার মাকের্টে তাদের বেডিং এর দোকান রয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকালে সোয়া ৪টার দিকে খালাতো ভাই আল-আমিন আমাদের সঙ্গে দেখা করতে আসে।
ছোট ভাই কাওছারকে দোকানে রেখে ২০ মিনিটের জন্য বাইরে যান আল-আমিন ও মনসুর। এ সময় তারা বললেন, ‘সিদ্দিক বাজারের দিকে যাই, দু’জনে চা খেয়ে আসি।’ এই কথা বলে তাদের আর আসা হলো না। ২০ মিনিট আর শেষ হয়নি তাদের- এই কথা বলে অঝোরে কাঁদতে থাকেন কাওছার।
পরে এ বিস্ফোরণের খবর শুনে ফোনে তাদের পাচ্ছিলেন না কাওছার। হতাশ হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে যান। সেখানে সারি সারি রাখা অগ্নিদগ্ধ ১৬টি মৃতদেহ দেখতে পান।
এই ১৬ জনের মধ্যে আপন ভাই মানসুর ও খালাতো ভাই আল-আমিন দুইজনকে খুঁজে পান তিনি।
আল-আমিন একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন ইউএনবিকে জানান, আজ (বুধবার) সকালে দু’জনের লাশ বাড়িতে আনা হয়। পরে দাফন করা হয়। বাড়িতে চলছে শোকের মাতম। কিছুতেই থামানো যাচ্ছে না দুই বাড়ির স্বজনদের আহাজারি।
তিনি আরও বলেন, আজ দুজনের বাড়িতে গেলে মানসুরের ছোট ভাই কাওছার এ সব তথ্য জানান। কাওছারসহ নিহত দুজনের স্বজনরা এ বিস্ফোরণের সুষ্ঠু তদন্ত করার দাবি জানান।
আরও পড়ুন : গুলিস্তানে বিস্ফোরণ: তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
গুলিস্তানে বিস্ফোরণ: ঢামেক হাসপাতালে আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে