তিনি বলেন, ‘যারা উস্কানি দিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে তারা ভাবছে এ থেকে সুবিধা আদায় করবে, সরকার হটিয়ে দিবে। আসলে তারা বোকার স্বর্গে বাস করছে।’
রবিবার গোপালগঞ্জ সড়ক ও জনপথ জোনের উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি আলোচনানায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।’
‘শেখ হাসিনার সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার থেকেছে। অপরাধীদের দলীয় পরিচয়ে বাচাঁনোর চেষ্টা করেননি,’ যোগ করেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতিতে বিশ্ব চাম্পিয়ান আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই বিএনপির সফলতা। দলীয় গঠনতন্ত্র থকে ৭ ধারা বাতিল করে বিএনপি প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। যারা ঘোলা পানিতে মাছ শিকারে চিরচারিত ষড়যন্ত্রে বিশ্বাসী তাদের সকল অপচেষ্টা ব্যর্থতায় পর্যভূষিত হবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঠিকাদারদের উদ্দেশে বলেন, ‘যেসব ঠিকাদার সঠিক সময় কাজ শুরু এবং শেষ করে না তালিকা তৈরি করে তাদের নিবন্ধন বাতিল করা হবে।’
তিনি প্রতিটি অফিসের প্রকৌশলীসহ অন্যানদের মাঠ পর্যায়ে তদারকি বেশি করার নিদের্শ দেন।
ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জ জোন অফিসের কনফারেন্স রুম থেকে সড়ক বিভাগের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে সড়ক ও জনপথ বিভাগের গোপালগঞ্জে জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন বক্তব্য রাখেন।
এসময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেনসহ অন্যান্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।