সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার বিজ্ঞান কলেজ মোড়ে ২ শিক্ষার্থীকে জিম্মি করে ১ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ৩ জন হলেন- উল্লাপাড়া পৌর এলাকার ঝিকড়া মহল্লার মো. টিপু তালকদারের ছেলে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বাবু তালুকদার, মো. মিন্টু তালুকদারের ছেলে রিফাত ও মো. ইসরাফিল তালুকদারের ছেলে রাহাত।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম শনিবার বিকালে জানান, সিরাজগঞ্জ সরকারি কলেজের ২ শিক্ষার্থী উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোড়ে একটি কফি হাউজে ছিলেন। এ সময় ৬/৭ জন ব্যক্তি তাদের ঘিরে ফেলে জিম্মি করে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবির মুখে ১ লাখ টাকা দেয় শিক্ষার্থী আরিফুরের পরিবার।
তিনি আরও বলেন, এসময় ৯৯৯’র ফোন কলের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রাতেই এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ৫ জনের নামাল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের নামে আরিফুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ওসি বলেন, পুলিশ এ মামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ মামলায় জড়িতরা কোনো রাজনৈতিক দলের কি না সে বিষয়ে এখন কোনো তথ্য জানা নেই।
আরও পড়ুন: যশোরে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩