সিরিয়ায় উদ্ধারকারী দল পাঠানোর বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ। কারণ, ভয়াবহ ভূমিকম্প এবং আফটারশকের পর দুর্ঘটনা কবলিতদের জীবন বাঁচাতে উদ্ধারকারীরা সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবররিন সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।’
সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি আরও বলেন, উদ্ধার হওয়া দুই বাংলাদেশি ছাত্র নূর-ই-আলম ও মো. গোলাম সৈয়দ রিংকু চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন: ইসরাইলি হামলায় সিরিয়ার বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত
মুখপাত্র বলেছেন, ‘তুরস্কে বাংলাদেশ মিশন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।’
বাংলাদেশ ইতোমধ্যেই তুরস্কে ৬১ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে।
সেহেলি সাবরিন বলেন, তুরস্কের সবচেয়ে ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলে আটকে পড়া ১৯ বাংলাদেশিকে বৃহস্পতিবার আঙ্কারায় স্থানান্তর করা হয়েছে।