সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) ১০ নম্বর কূপে গ্যাস খনন করবে চীনের সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন।
রবিবার ভার্চুয়ালি এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি তার বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে অগ্রাধিকার দেয়া অব্যাহত রাখবে সরকার।
এই বিষয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সময়সীমার আগেই পরিকল্পনাগুলো সম্পন্ন করা অপরিহার্য।
এসজিএফএল-এর সঙ্গে চীনের সিনোপেক-এর চুক্তির আওতায় ঠিকাদার হিসেবে প্রকল্পে ভূমি উন্নয়ন ও সিভিল কাজ, লজিস্টিক যন্ত্রপাতি সরবরাহ, তৃতীয় পক্ষেরে প্রকৌশলী পরিষেবা এবং খননে প্রয়োজনীয় সকল প্রকার কাজ করবে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে গ্যাস পাইপলাইন বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৬
কর্মকর্তারা আশা করছেন খননের পর কূপ থেকে দৈনিক প্রায় এক কোটি কিউবিক ফুট গ্যাস উৎপাদন করতে পারবে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, কূপ থেকে যে পরিমাণ গ্যাসই পাওয়া যাক বা উৎপাদন হোক না কেন, তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি গ্যাস আবিস্কার ও উৎপাদনে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান এবং সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।