সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা থেকে ১৭ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তারা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার জাফরাবাদ গ্রামের মৃত ইরফান আলী ছেলে আব্দুল আলী (৪০), পার্শ্ববর্তী ছবদলপুর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে মো. আলাউদ্দিন (৩২)।
মঙ্গলবার (১০ মে) র্যাব-৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মিডিয়া ইউংয়ের সহকারী পরিচালক সোমেন মজুমদার।
এতে বলা হয়, গত ২৯ এপ্রিল ১৭ বছরের ওই কিশোরীকে গামছা দিয়ে মুখ বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করা হয়। পরে তাকে অজ্ঞাত স্থানে ১০ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করেন অপহরণকারীরা। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এমএমপির মোগলাবাজার থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। পরে এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ ও র্যারের একটি দল।
ঘটনার ১০ দিনের মাথায় গত ৮ মে রবিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজার সংলগ্ন জিতু মিয়ার কলোনির একটি বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ওই তরুণী র্যাবকে জানিয়েছেন, তার মুখে গামছা বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় করে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রেখে আটক দুজনসহ অজ্ঞাতপরিচয় আরও ৪ থেকে ৫ জন মিলে ধর্ষণ করেছে। এ ঘটনায় জড়িত প্রধান আসামিসহ দুজনকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।